গভর্নর জেনারেল ও ভাইসরয়

Show Important Question


41) ১৮৫৮ খ্রীষ্টাব্দে রাণী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে কে বৃটিশ ভারতের প্রথম গভর্ণর জেনারেল তথা ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন ?
A) লর্ড এলগিন
B) লর্ড ডালহৌসী
C) লর্ড ক্যানিং
D) কেউই নয়

42) ‘ইলবাট’ বিল প্রস্তাব কার সময়কালে প্রস্তাবিত হয় ?
A) লর্ড রিপন
B) লর্ড ল্যান্ডসডাউন
C) লর্ড এলগিন
D) কেউই নয়

43) Who passed the Vernacular Press Act' ? / নিম্নের কে দেশীয় সংবাদ পত্র আইন জারী করেছিলেন?
A) Lord Lytton/ লর্ড লিটন
B) Lord Rippon/ লর্ড রিপন
C) Lord Dufferin/ লর্ড ডাফরিন
D) None of the above/ কেউই নয়

44) Who was the Governor General of India when the Indian National Congress was formed ? / ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন কে ভারতের ভাইসরয় ছিলেন—
A) Lord Lytton/ লর্ড লিটন
B) Lord Rippon/ লর্ড রিপন
C) Lord Dufferin/ লর্ড ডাফরিন
D) Lord Lansdowne/ লর্ড ল্যান্সডাউন

45) স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন ?
A) লর্ড মেয়ো
B) লর্ড রিপন
C) লর্ড বেন্টিঙ্ক
D) লর্ড ডাফরিন

46) 'বিধবা বিবাহ আইন' পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) লর্ড বেন্টিঙ্ক
B) লর্ড ডালহৌসি
C) লর্ড ক্যানিং
D) লর্ড রিপন

47) Communal award-এর সাথে কোন্ বড়লাটের নাম জড়িত?
A) লর্ড বেন্টিঙ্ক
B) লর্ড আরউইন
C) লর্ড মিন্টো
D) রামসে ম্যাকডোনাল্ড

48) ভারতের গর্ভনর জেনারেল হিসাবে কাজ করাকালীন কে নিহত হয়েছিলেন
A) লর্ড লরেন্স
B) লর্ড মেয়ো
C) লর্ড নর্থব্রুক
D) এগুলির কোনটি নয়

49) Who became Viceroy of India after Lord Irwin ? / লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় হন ?
A) Lord Wavell/ লর্ড ওয়াভেল
B) Lord Reading/ লর্ড রিডিং
C) Lord Willingdon/ লর্ড উইলিংডন
D) Lord Linlithgow/ লর্ড লিনলিথগো

50) ব্রিটিশ শাসক লর্ড ময়রা কি অন্য নামে পরিচিত ছিলেন
A) লর্ড হেষ্টিংস
B) লর্ড বালো
C) লর্ড মিন্টো
D) এগুলির কোনটি নয়

51) Who was the Governor-General of India during the revolt of 1857 ? / 1857 সালের মহাবিদ্রোহের সময়ে গভর্নর জেনারেল ছিলেন
A) Lord Canning/ লর্ড ক্যানিং
B) Lord Dalhousie/ লর্ড ডালহৌসি
C) Lord Elgin/ লর্ড এলগিন
D) Lord Ripon/ লর্ড রিপন

52) কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন?
A) কর্নওয়ালিস
B) ওয়েলেসলি
C) ডালহৌসি
D) বেন্টিঙ্ক

53) কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন?
A) লর্ড কর্নওয়ালিস
B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C) লর্ড ওয়ারেন হেস্টিংস
D) লর্ড ক্যানিং

54) The First Factory Act (1881) was passed by / কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?
A) Lord Curzon/ লর্ড কার্জন
B) Lord Wellesley/ লর্ড ওয়েলেসলি
C) Lord Cornwallis/ লর্ড কর্নওয়ালিস
D) Lord Ripon/ লর্ড রিপন

55) Who introduced the 'Sunset Law' ? / কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
A) Warren Hastings/ ওয়ারেন হেস্টিংস
B) Lord Comwallis/ লর্ড কর্ণওয়ালিশ
C) Lord Bentink/ লর্ড বেন্টিঙ্ক
D) Lord Canning/ লর্ড ক্যানিং

56) Which English Governor General of India was murdered by a convict in the Andaman Islands / ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
A) Clive/ ক্লাইভ
B) Ripon/ রিপন
C) Mayo/ মেয়ো
D) Northbrooke/ নর্থব্রুক

57) Which Governor General was assassinated during his term of office ? / শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
A) Lord Mayo/ লর্ড মেয়ো
B) Lord Hardinge/ লর্ড হার্ডিঞ্জ
C) Lord Northbrook/ লর্ড নর্থব্রুক
D) Lord Lytton/ লর্ড লিটন

58) The Diwani of Bengal was granted to Clive in the year / ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল
A) 1757 A.D./ ১৭৫৭ খ্রীঃ
B) 1765 A.D./ ১৭৬৫ খ্রীঃ
C) 1772 A.D./ ১৭৭২ খ্রীঃ
D) 1784 A.D./ ১৭৮৪ খ্রীঃ

59) “Judge me by my acts and not by my words.”- Who said this? / ‘আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন।‘ –এ কথা কে বলেছিলেন ?
A) Lord Lytton/ লর্ড লিটন
B) Lord Curzon/ লর্ড কার্জন
C) Lord Ripon/ লর্ড রিপন
D) Hunter/ হান্টার

60) Lord William Bentinck became Governor General in / লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিষ্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন ?
A) 1820/ 1820
B) 1825/ 1825
C) 1828/ 1828
D) 1830/ 1830